ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে জিয়াউর রহমান জিয়া নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত শিক্ষক জিয়াউর রহমান জিয়া উপজেলার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক। শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী একই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক জিয়াউর রহমান জিয়ার বাসায় প্রাইভেট পড়তে যায়। এসময় ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন ওই শিক্ষক। বাড়ি গিয়ে ছাত্রী তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে এলাকাবাসী সেই বাসার সামনে হাজির হয়।
আক্রান্ত শিক্ষার্থীর বাবা প্রথমে ইউএনও শাহ মোহাম্মদ শামসুজ্জোহার কাছে লিখিত অভিযোগ করেন। পরে ইউএনও তার কাছে আসা অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করে সন্ধ্যায় তাকে পুলিশে সোপর্দ করেন।
আটককৃত শিক্ষক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা করেছেন ওই শিক্ষার্থীর বাবা। শনিবার (০২ জানুয়ারি) সকালে তাকে চিফ জুডিশিয়াল আদালতে নেয়া হয়।