শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এসএমএস ও অনলাইনে জেনে নিন আপনার ভোটকেন্দ্র কোথায়

সেরাকণ্ঠ ডট কম :
ডিসেম্বর ২৯, ২০১৮
news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোটকেন্দ্র কোথায় তা জেনে নেওয়া যাচ্ছে মোবাইল ফোন থেকে পাঠানো এসএমএসের মাধ্যমে। এছাড়া অনলাইনে ভোটকেন্দ্রের তথ্য জানতে এ নিউজের শেষে লিংক দেখুন।

এসএমএসের মাধ্যমে

যে কোনো মোবাইল অপারেটরের সিম থেকে মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসে আপনি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।

এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখতে হবে। কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্মসাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে।

যেমন- PC xxxxxxxxxx/xxxxxxxxxxxxxxxxx লিখে সেন্ড করতে হবে 105 নম্বরে।

ওয়েবসাইটের মাধ্যমে

ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভোটকেন্দ্র সম্পর্কে তথ্য জানা সম্ভব। তবে আজ শনিবার নির্বাচনের আগের দিন দীর্ঘক্ষণ ওয়েবসাইটটি অকার্যকর পাওয়া গেছে। প্রযুক্তিবিদরা বলছেন, বহু মানুষ একত্রে এ সাইট থেকে তথ্য নেওয়ার চেষ্টা করায় এমনটা হতে পারে।

ওয়েবসাইটের মাধ্যমে তথ্য জানতে প্রথমে এ নিউজের নিচে দেওয়া ওয়েব ঠিকানায় ঢুকতে হবে। এরপর নির্ধারিত স্থানে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে।

জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ হলেও হবে। সেক্ষেত্রে আপনাকে স্লিপ নম্বর দিতে হবে। পরে জন্মতারিখ লিখতে হবে।

সেখানেই ফরম নম্বর ও এনআইডি নম্বর দেওয়ার অপশন রয়েছে। আপনার যদি ভোটার আইডি নম্বর থাকে তাহলে এনআইডিতে সিলেক্ট করুন। অন্যথায় ফরম নম্বর লিখলেই হবে।

এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যাগুলো দিতে হবে।

সর্বশেষ ভোটার তথ্য দেখুন ট্যাবে ক্লিক করতে হবে।

সঠিকভাবে সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করলে স্ক্রিনে ভেসে উঠবে ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোটকেন্দ্র ও জাতীয় পরিচয়পত্র নম্বর।

এ লিংকে দেখুন আপনার ভোটকেন্দ্র কোথায়- https://services.nidw.gov.bd/voter_center