শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জার্মানিও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে

সেরাকণ্ঠ ডট কম :
ডিসেম্বর ২৯, ২০১৮
news-image

আফগানিস্তান থেকে মার্কিন সেনা সদস্য কমানো হলে জার্মানির সেনাদের নিরাপত্তা বিপন্ন হবে। এ জন্য জার্মান সেনাদেরকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হতে পারে।

জার্মানির সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হ্যারাল্ড কুজাত দেশটির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছে। যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তানে তার বাহিনীকে ছোট একটি কন্টিনজেন্টে পরিণত করে তাহলে আমাদের পক্ষে আর দেশটিতে সেনা মোতায়েন করে রাখা সম্ভব হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে আফগানিস্তান থেকে সাত হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই নির্দেশ বাস্তবায়িত হলে আফগানিস্তানে মোতায়েন বর্তমান মার্কিন সেনাসংখ্যা অর্ধেকে নেমে আসবে।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের আওতায় আফগানিস্তানে প্রায় এক হাজার ১০০ জার্মান সেনা মোতায়েন রয়েছে যাদের অবস্থান মাজার-ই-শরীফ শহরের কাছে।

দেশের বাইরে জার্মান সেনা মোতায়েনের জন্য দেশটির পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হয়। আফগানিস্তানে সেনা মোতায়েন রাখার অনুমোদনের বর্তমান মেয়াদ ২০১৯ সালের মার্চ মাসে শেষ হবে।