শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি অস্ট্রেলিয়ার

সেরাকণ্ঠ ডট কম :
ডিসেম্বর ১৬, ২০১৮
news-image

ফিলিস্তিনের জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। তবে ডোনাল্ট ট্রাম্প প্রস্তাবিত ইসরাইল-ফিলিস্তিন শান্তিচুক্তি সই না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করবে না।

শনিবার সিডনিতে এক অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, যেহেতু ইসরাইলি পার্লামেন্ট নেসেটের অধিবেশন বসে বায়তুল মুকাদ্দাসে এবং ইসরাইলের অনেক দপ্তর রয়েছে সেখানে, সে কারণে বায়তুল মুকাদ্দাস ইসরাইলের রাজধানী।

তিনি বলেন, বাস্তবতার নিরীখে আমরা আমাদের দূতাবাস পশ্চিম বায়তুল মুকাদ্দাসে নিয়ে যাব।

উল্লেখ্য, গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে আমেরিকার দূতাবাস সরিয়ে নেন। এ নিয়ে সারাবিশ্বে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তির প্রস্তাব বাস্তবায়নে চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই প্রস্তাব ফিলিস্তিনের স্বার্তের পরিপন্থী আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন।

সূত্র: আল-জাজিরা।