যে নেতারা ‘ইউ-টার্ন’ নেন না তারা ‘প্রকৃত নেতা নয়’: ইমরান খান

পরিস্থিতির দাবি অনুযায়ী যে নেতারা ‘ইউ-টার্ন’ নেন না তারা ‘প্রকৃত নেতা নয়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি জার্মানির সাবেক একনায়ক এডলফ হিটলারের উদাহরণও দিয়েছেন।
তার মতে, রাজনীতিতে ‘ইউ-টার্ন’ অর্থাৎ পল্টি খাওয়াই দস্তুর। সময় মতো পল্টি না খাওয়ার জন্যই হিটলার ও নেপোলিয়নকে যুদ্ধে হারতে হয়েছিল।
বেশ কিছু দিন ধরেই নীতির প্রশ্নে বিভিন্ন জায়গায় আপস করার জন্য ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যে সব প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনে জিতেছিলেন, আর ক্ষমতায় আসার পর তিনি যা করছেন, তার মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি।
কখনো ধর্মীয় মৌলবাদীদের দাবি মেনে নেওয়া, কখনো সন্ত্রাসে মদদ দেওয়া, কখনো ঋণের ভিক্ষা পাত্র নিয়ে সৌদি আরব বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের দরজার সামনে দাঁড়ানো, বাদ নেই কিছুই। অথচ, নির্বাচনের আগে ঠিক উল্টো কথাই বলতেন ইমরান। এই ইউ-টার্ন বা পল্টি খাওয়া নিয়েই তাকে শুক্রবার প্রশ্ন করেন সাংবাদিকরা। সেখানেই বেফাঁস মন্তব্য করে বসেন ইমরান।