বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে মায়ের কবরের পাশে শায়িত হবেন আইয়ুব বাচ্চু

সেরাকণ্ঠ ডট কম :
অক্টোবর ১৮, ২০১৮
news-image

জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হবে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইয়ুব বাচ্চুর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে শুক্রবার জানাজার জন্য জাতীয় ঈদগাহে নেওয়া হবে। সেখান থেকে মরদেহ এনে আবার স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরপর শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে যাবেন তার জন্মস্থান চট্টগ্রামে। সেখানে জানাজা শেষে মায়ের কবরের পাশে তার দাফন হবে।

বৃহস্পতিবার সকালে আইয়ুব বাচ্চুকে অচেতন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ষাটের দশকে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আইয়ুব বাচ্চুর। নব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন তিনি। এরপর গান ও গিটারের জাদুতে ভক্ত-শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এই গায়ক ও সংগীত পরিচালক। গত ১৬ আগস্ট ছিল তার শেষ জন্মদিন।