শনিবার, ৩০শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ মালয়েশীয় আটক

সেরাকণ্ঠ ডট কম :
অক্টোবর ১৬, ২০১৮
news-image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার এক নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

মালিন্দো এয়ারের একটি ফ্লাইটে রোববার রাতে ঢাকায় আসা চ্যান গি কিয়ং (৪৭) নামের চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ার এই নাগরিককে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার অথেলো চৌধুরী জানান, রাত ১০টার দিকে ঢাকায় নামেন মালয়েশিয়ার নাগরিক চ্যান গি কিয়ং। আগেই পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের নিচে থাকা একটি জ্যাকেটের সাতটি ছোট পকেটে কার্বন পেপারে মোড়ানো অবস্থায় সাতটি স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি জানান, প্রতিটি বারের ওজন এক কেজি। সবমিলিয়ে সাত কেজি স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

এ ঘটনায় চ্যান গি কিয়ংয়ের বিরুদ্ধে মামলা করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টম হাউসের এই কর্মকর্তা।