মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৯ অক্টোবর মামলার রায়, জামিনে খালেদা জিয়া

সেরাকণ্ঠ ডট কম :
অক্টোবর ১৬, ২০১৮
news-image

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ২৯ অক্টোবর পর্যন্ত ধার্য করেছেন আদালত। ২৯ অক্টোবর পর্যন্ত জামিনে থাকবেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলতে বাধা নেই বলে এর আগে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। এদিকে, এ মামলায় বেগম জিয়ার জামিন বিষয়ে ১৬ অক্টোবর আদেশের দিন ধার্য করেছিলেন বিচারিক আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়া কারাগারে যাওয়ার পর স্থবির হয়ে পড়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। পুরানো কারাগারে আদালত স্থানান্তর করেও কাটেনি এ স্থবিরতা। অসুস্থতার কারণ দেখিয়ে বারবার আদালতে আসতে চাননি বেগম জিয়া। ফলে এগোই নি মামলার কার্যক্রম।

এ প্রেক্ষাপটে গত ২০ সেপ্টেম্বর বেগম জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার শুরুর আদেশ দেন বিশেষ জজ আদালত। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান বেগম জিয়ার আইনজীবীরা। এ সংক্রান্ত রিটটি রোববার( ১৪ অক্টোবর) সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। বেগম জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, তারা এ আদেশে সংক্ষুব্ধ। আদেশের বিরুদ্ধে আপিল করার কথাও জানান।

এদিকে, রোববারও মুলতবি হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ। আগামী ১৬ অক্টোবর এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন বেগম জিয়ার জামিন বিষয়ে আদেশ দেবেন আদালত। কারাবন্দি বেগম জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে বেগম খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।