ম্যানইউ কিনছেন সৌদি যুবরাজ?
মালিকানা পরিবর্তন হতে পারে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। অভিজাত এ ক্লাবের মালিক হতে পারেন সৌদি আরবের আলোচিত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’ অন্তত এমনটাই বলছে।
অন্য অনেক অঙ্গনের মতো ফুটবল অঙ্গনেও অপরিচিত নন সালমান। চলতি বছরই রাশিয়া বিশ্বকাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফিফা সভাপতি জিওভান্নি ইনফান্তিনোর সঙ্গে বসে উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের খেলা দেখতে দেখা গেছে তাকে। তিনি এখন ফুটবল ক্লাব কেনার ইচ্ছা পোষণ করেছেন বলে জানাচ্ছে দ্য সান।
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ৮৫০ বিলিয়ন পাউন্ডের মালিক সৌদি রাজ পরিবার। সুতরাং অর্থের সেই সাগর থেকে ম্যানইউ কিনতে মাত্র ৩ বিলিয়ন ডলার খরচ হবেন তার!
সানের খবর সত্যি হলে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন এক প্রতিযোগিতাও দেখা যাবে। কারণ দুবাইভিত্তিক মালিকানার ক্লাব ম্যানইউ’র নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গেই তাদের আসল লড়াই হবে।
এই খবর ঠিক হোক বা নাই হোক। তবুও ম্যানইউর বর্তমান মালিক মার্কিন ব্যবসায়ী গ্লেজার পরিবারকে একটু হলেও চিন্তিত করবে। যদিও স্কাই স্পোর্টস দাবি করেছে, এই মুহূর্তে ক্লাব বিক্রির কোনো চিন্তা নেই স্বত্বাধিকারী ম্যালকম গ্লেজারের।