একাদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার মাঠপর্যায়ের জেলা, উপজেলা ও থানা নির্বাচন অফিসে তালিকা প্রকাশ করা হয় বলে জানান ইসির সহকারী সচিব রৌশন আরা।
“৮ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে তালিকা পাঠাতে বলা হয়েছে। সবার কাছ থেকে তালিকা পেলে জানা যাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট কতগুলো ভোটকেন্দ্র ও কক্ষ থাকবে,” বলেন তিনি।
ইসির যুগ্মসচিব আবুল কাসেম সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে একীভূত তথ্য জানানো সম্ভব হবে। খসড়া তালিকায় প্রাশিত ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রের বিষয়ে দাবি-আপত্তি নিষ্পত্তি হয়েছে। চূড়ান্তভাবে এ সংখ্যা খসড়ার চেয়ে কম-বেশি হতে পারে।
কমিশনের অনুমোদনের পর তা গেজেটে প্রকাশ করা হবে।
আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর ভোটের ২৫ দিন আগে ইসি অনুমোদিত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।
এবার দেশের ১০ কোটি ৪২ লাখ ভোটারের জন্য প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্র লাগছে। তাতে ভোটকক্ষ থাকবে অন্তত দুই লাখ।
সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা হয়েছে।
সর্বশেষ দশম সংসদ নির্বাচনে নয় কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি। ৩০০ আসনে ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি।