শাহজালাল বিমানবন্দরে সৌদি ফেরত নারীকর্মীর আত্মহত্যার চেষ্টা
ঢাকায় শাহজালাল বিমানবন্দরে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন সৌদি আরব ফেরত এক নারী কর্মী।
মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরের বাথরুমে কীটনাশক পানের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি শেখ তরিকুল ইসলাম।
ওই নারী বলছেন, সৌদি আরবে প্রতারিত হওয়ায় তিনি আত্মহত্যার চেষ্টা চালান।
তরিকুল বলেন, “এই নারী বিমান বন্দরের বাথরুমে কীটনাশক পান করেন। বাথরুমে তার অবস্থা দেখে আশেপাশের কয়েকজন চেচাঁমেচি শুরু করলে তাকে উদ্ধার করা হয়।”
এই নারী এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তিনি ২০১৬ সালের ১৭ মার্চ সৌদি আরব গিয়েছিলেন। গত ২৮ জুলাই দেশে ফিরলেও তার লাগেজ আসেনি। লাগেজের খোঁজ নিতে মঙ্গলবার বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।