রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ড. কামাল-বি চৌধুরীর নেতৃত্বে জাতীয় ঐক্যে একমত নেতারা

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২৯, ২০১৮
news-image

গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর জাতীয় ঐক্য গঠনে একমত হয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

মঙ্গলবার (২৮ আগস্ট) ডক্টর কামাল হোসেনের বাসায় বৈঠক শেষে একথা জানান বদরুদ্দোজা চৌধুরী।

এরআগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে একত্রিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাত ৮টার দিকে তাদের বৈঠক শুরু হয়।

সন্ধ্যা থেকে ডক্টর কামালের রাজধানীর বেইলি রোডের বাসায় যান ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।