শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেষ সুযোগ চান এরশাদ

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২৩, ২০১৮
news-image

রংপুরের মানুষের কাছে শেষ বারের মতো সেবা করার সুযোগ চেয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি আগামী নির্বাচনে রংপুর সদর ৩ আসন থেকে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার (২২ আগস্ট) রংপুর কালেক্টরেট ঈদ গাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করার আগে সমবেত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতাকালে তিনি এ সুযোগ চান।

এরশাদ বলেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন, তাই শেষ বারের মতো রংপুরের জনগণের সেবা করে মরতে চাই।

তিনি বলেন, রংপুরের মানুষের ঋণ আমি কোনও দিন শোধ করতে পারবো না। তারা আমাকে ০৫টি আসনে দুবার এবং বার বার রংপুর সদর আসনে বিপুল ভোটে জয়ী করেছে। জীবনের শেষ প্রান্তে এসে আর একবার জনগণের সেবা করার সুযোগ চাই।

নামাজ আদায় শেষে এরশাদ নগরীর পল্লী নিবাস বাসভবনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরশাদ এবার ৯টি গরু কোরবানি দিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ৫টি গরু তার বাসায় এবং ২টি নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে ও ২টি নগরীর এরশাদ নগরে দিয়েছেন। পরে দলের নেতারা এ মাংস দুস্থ মানুষের মাঝে বিতরণ করেন।