বর্তমান ইসির অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: এরশাদ
পরিবেশ নিশ্চিত হলে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার (১১ আগস্ট) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির সঙ্গে খেলাফত মজলিসের নির্বাচনী ঐক্য গঠন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিএনপি আসুক বা না আসুক, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার বিষয়ে সময়ই অনেক সিদ্ধান্ত দেবে বলেও জানান এরশাদ।
এরশাদ বলেন, ‘বিএনপির সঙ্গে সরকারের সমঝোতা আলাপ হলো কিনা, হবে কিনা সেদিকে আমাদের লক্ষ্য না। আমরা আমাদের রাস্তাতে চলছি। বিএনপি নির্বাচনে আসবে কিনা জানি না, তবে আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি এবং নির্বাচন করবো।’