মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অতি দ্রুত দেশের রাজনীতির চিত্র বদলে যেতে থাকবে : মওদুদ

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ১০, ২০১৮
news-image

অতি দ্রুত দেশের রাজনীতির চিত্র বদলে যেতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রকৃতির একটা আইন রয়েছে। কখন কোথায় কী ঘটছে বলা যাবে না। সরকারের শেষ সময় এসে গেছে। এখন অতি দ্রুত দেশের রাজনীতির চিত্র বদলে যেতে থাকবে।

মওদুদ আহমদ বলেন, এখন দেশে সরকার আছে বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ওপর হামলা হলো, ব্যাংক লুট হলো, সোনা রুপা হয়ে গেল। কিন্তু কেউ গ্রেপ্তার হলো না।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ইসি সরকারের তল্পীবাহক। তবে সিইসি মুখ ফসকে সত্য কথা বলে ফেলেছেন। এর পরে আর সিইসির পদে থাকা সমীচিন নয়। তার পদত্যাগ দাবি করছি।

তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনর ছাত্রদের ওপর হামলার বিরাট মূল্য দিতে হবে সরকারকে। নতুন প্রজন্মই নতুনভাবে এই হামলার জবাব দেবে। এসময় তিনি বলেন, মন্ত্রিপরিষদে ঘোষিত নতুন সড়ক পরিবহন আইন রাজনৈতিক প্রতারনা। আইন আগের মতোই রয়েছে। এটা কোটার মতো প্রতারনা।