শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজবাড়ীতে দাদি-নাতনিকে গলা কেটে হত্যা

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ৩, ২০১৮
news-image

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামে দাদি-নাতনিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার দুপুরে খবর পেয়ে লাশ উদ্ধার দুটি করে পুলিশ।

নিহতরা হলো দাদি সাহিদ বেগম (৫০) ও তাঁর নাতনি লামিয়া (৫)। তাঁদের বাড়ি পশ্চিম মূলঘর গ্রামে।

রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার জানান, কেন ও কারা এ দুজনকে হত্যা করেছে, তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ছাড়া তদন্তের স্বার্থে এ চেয়ে বেশি কিছু বলা এখন সম্ভব নয়।