শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মগবাজারে বাসচাপায় বাইক আরোহী নিহত, বাসে আগুন

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ৩, ২০১৮
news-image

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের পাশে এসপি গোল্ডেন লিমিটেড নামের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা বাসটিতে আগুন দেয়। শুক্রবার দুপুর দেড়টার দিকে বাসটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা তানারুল ইসলাম জানান, মগবাজার ওয়্যারলেস গেট সংলগ্ন একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে। আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি।