জাবালে নূর বাস মালিকের ১০ দিনের রিমান্ড আবেদন
রাজধানীতে বাসচাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে নিহত দিয়া খানম মিম ও আব্দুল করিমের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সান্ত্বনা দেন।
তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী এ সময় উভয় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মিম ও করিমের। এছাড়া আহত হয় ১০-১৫ শিক্ষার্থী। এ ঘটনায় দিয়ার বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।
দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার তাদের আন্দোলনের পঞ্চম দিনেও রাজধানী ঢাকা স্থবির হয়ে রয়েছে।