শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১৭, ২০১৮
news-image

রাজধানীর মিরপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর বেড়িবাঁধে বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে মো. হান্নান ও অজ্ঞাত ৬৫ এক পুরুষ নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল আহাদ এ তথ্য নিশ্চিত করে জানান, দুজনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

এ ছাড়া মিরপুরে মো. তাওহিদ নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাওহিদের চাচা মো. মাসুম জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর থেকে আশুলিয়া যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এরপর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তাওহিদের মৃত্যু হয়।