মক্কায় এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১৭, ২০১৮
চলতি বছর পবিত্র হজব্রত পালন করতে এসে মক্কায় মোহাম্মদ আমির হোসেন (৫৪) নামে এক বাংলাদেশি মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন বলে মক্কা হজ অফিস সূত্রে জানা গেছে।
তার পাসপোর্ট নং BR0947131। ই-হজ আইডি নং ৫৪৮৮১৪৬। তিনি নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ১নং ওয়ার্ডের বাসিন্দা।
আমির হোসেন আল কুতুব ট্রাভেলস এর মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে গত ১৫ জুলাই সৌদি এয়ারলাইন্সের (এসভি৮০৩) ফ্লাইটে সৌদি আরব আসেন এবং তিনি ১৬ জুলাই মক্কা নগরীতে মারা যান।
উল্লেখ্য, ২০১৭ সালে হজ পালনে সৌদি আরব এসে ১৫২ জন বাংলাদেশি মারা যান। এর মধ্যে পুরুষ ১১৯জন এবং নারী ৩৩ জন। ২০১৮ সালে হজ পালনে সৌদি আরবে এসে এটিই প্রথম কোন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু।