বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে ১৫ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

সেরাকণ্ঠ ডট কম :
জুন ৭, ২০১৮
news-image

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় তাদের কাছ থেকে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার দিনগত রাতে তাদের অস্ত্রসহ আটক করা হয়।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ৬২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এসি সুমন কান্তি।