শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের আগে ইনজুরিতে ব্রাজিলের ডগলাস কস্তা

সেরাকণ্ঠ ডট কম :
মে ২৪, ২০১৮
news-image

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে বিশ্বকাপের সেরা দলগুলো। ব্রাজিলও এর ব্যতিক্রম নয়। কিছুটা লোকচক্ষুর অন্তরালেই অনুশীলন শুরু করেছে তারা। দলের প্রাণভোমড়া নেইমারও ইনজুরি কাঁটিয়ে পুরোদমে করছেন অনুশীলন। কিন্তু আবারও দুসংবাদ পেল ব্রাজিল। দলের আক্রমণভাগের অন্যতম সেরা খেলোয়াড় ডগলাস কস্তা ইনজুরিতে পড়েছেন।

বুধবার দলের অনুশীলনের সময় উরুর পেশিতে টান পড়ে কস্তার। তৎক্ষণাৎ অনুশীলন বন্ধ করে দেন তিনি। বড় রকমের ঝুঁকি এড়াতে সঙ্গে সঙ্গেই পরীক্ষা করে দেখা যায় চোট অত বেশি গুরুতর নয়।

ব্রাজিল ফুটবল দলের ফিজিও রদ্রিগো লাসমার জানিয়েছেন চোট পেলেও বিশ্বকাপে ঠিকই খেলবেন কস্তা। ‘আমরা তার পেশির চোটের পরীক্ষা করেছি। কিছুদিন বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে। সে হয় বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচটি মিস করতে পারে কিন্তু বিশ্বকাপের আগে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’

ইনজুরিতে ইতোমধ্যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেজের। এছাড়া চোটের কারণে বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো।