মোদী চাইলে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি চান তাহলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বুধবার বিকেলে (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন পশ্চিমবঙ্গ সফর সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভারত সফরকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে এমন প্রশ্নে মাহমুদ আলী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি চান, তাহলে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অতিথি হিসেবে যোগ দিতে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জিও যোগ দেবেন। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে সকালে কলকাতার উদ্দেশে রওনা দেবেন। পরদিন ২৬ মে সন্ধ্যায় তিনি ঢাকা ফিরবেন।