দেশেই তৈরী হচ্ছে ইয়াবা, দেখুন ভিডিও
দেশের অভিজাত এলাকা থেকে শুরু করে বস্তি, সকল স্থানেই স্টাডি সার্কেলের মতো গড়ে উঠেছে ইয়াবা সার্কেল। সকলেই যেন বুদ হয়ে আছে বর্ণহীন এই ধোঁয়ার জগতে। কিন্তু তাদের কাছে ধোঁয়ায় মাঝেই যেন রয়েছে এক স্বর্গীয় সুধা।
বর্তমানে বিশ্ববিদ্যালয়, কলেজ শিক্ষার্থী, বহুজাতিক কোম্পানির কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পী, মডেল, অভিনেতা, শিক্ষক-শিক্ষিকা, উচ্চবিত্ত শ্রেণীর গণ্ডি পেরিয়ে তবে এখন এটি ছড়িয়ে পড়েছে সর্বস্তরে, সারাদেশে। এবারের পর্ব ‘ইয়াবার থাবা’ অনুষ্ঠানটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য নয়।
দেখুন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইয়াবা সেবনের দৃশ্য। দেশের কোথায়, কিভাবে, কোন মেশিনে তৈরি করা হয় ইয়াবা।
সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে সময়.নিউজের নিয়মিত আয়োজন ‘সময়ের অসঙ্গতি’ দেখুন। এবারের পর্বের নাম ‘ইয়াবার থাবা’।