শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার আপনাকে নতুন ভাষা শেখাবে অ্যানড্রয়েড অ্যাপ

সেরাকণ্ঠ ডট কম :
মে ২৪, ২০১৮
news-image

মনের ভাব প্রকাশে অনেকসময় বাধা হয়ে দাঁড়ায় ভাষা৷ নতুন একটি ভাষাকে আয়ত্ব করা মোটেও সহজ কাজ নয়৷ বিষয়টি সময়সাপেক্ষ এবং ব্যায়বহুল৷ তবে, জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে এবার সাহায্য করবে প্রযুক্তি৷ ঘুরতে যাচ্ছেন? তাহলে চটজলদি শিখে নিতে পারেন সংশ্লিষ্ট জায়গার কয়েকটি আঞ্চলিক ফ্রেজ৷ সবকিছুই এখন আপনার হাতের মুঠোয়৷ আপনার জন্য রইল ৫ টি অ্যাপের হদিস৷ যেখানে বিনামূল্যে শিখতে পারবেন নতুন ভাষা৷

১) Kings Learning-অ্যাপটি মূলত ইংরাজী কথোপকথনের উপর গুরুত্ব আরোপ করে থাকে৷ স্টুডেন্টস থেকে পেশাদার সকলের জন্যই অ্যাপটি যথেষ্ট কার্যকরী৷ এটি ইউজারদের শব্দভাণ্ডারকে বাড়াতে সহায়তা করবে যা ভবিষ্যতে কর্মজীবনে তাদেরকে সাহায্য করবে৷

২) Duolingo- প্রশ্ন উত্তরের মাধ্যমে নতুন কিছু শব্দকে শিখতে সাহায্য করবে অ্যাপটি৷

৩) Memrise- গ্রামারের জ্ঞান, কথোপোকথন, আঞ্চলিক ভাষায় কথা বলার ভঙ্গি সবকিছুই পেয়ে যাবেন একই অ্যাপের মধ্যে৷ নেটিভ স্পীকারের ভিডিও, বিশেষঞ্জদের মতামত সবকিছুই মিলবে এখানে৷

৪) Busuu-১২টি ভাষা একসঙ্গে শেখার সুযোগ পাবেন ইউজাররা এখানে৷ সমস্ত ধরণের লেভেলের কোর্স থাকছে৷ একেবারে প্রাথমিক থেকে হাই লেভেলের কোর্স থাকছে৷

৫) Babbel-এই অ্যাপের অনলাইন কোর্সগুলি আপনার গ্রামার সহ নতুন নতুন স্কিল শিখতে সাহায্য করবে৷ এছাড়া, উচ্চারণ সঠিক করার জন্য বিশেষ অপশন থাকছে এখানে৷ আত্মবিশ্বাসের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, অ্যাপটির মাধ্যমে তার প্রশিক্ষণ বিনামূল্য পাবেন ইচ্ছুক ইউজাররা৷

এ জাতীয় আরও খবর