এবার আপনাকে নতুন ভাষা শেখাবে অ্যানড্রয়েড অ্যাপ

মনের ভাব প্রকাশে অনেকসময় বাধা হয়ে দাঁড়ায় ভাষা৷ নতুন একটি ভাষাকে আয়ত্ব করা মোটেও সহজ কাজ নয়৷ বিষয়টি সময়সাপেক্ষ এবং ব্যায়বহুল৷ তবে, জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে এবার সাহায্য করবে প্রযুক্তি৷ ঘুরতে যাচ্ছেন? তাহলে চটজলদি শিখে নিতে পারেন সংশ্লিষ্ট জায়গার কয়েকটি আঞ্চলিক ফ্রেজ৷ সবকিছুই এখন আপনার হাতের মুঠোয়৷ আপনার জন্য রইল ৫ টি অ্যাপের হদিস৷ যেখানে বিনামূল্যে শিখতে পারবেন নতুন ভাষা৷
১) Kings Learning-অ্যাপটি মূলত ইংরাজী কথোপকথনের উপর গুরুত্ব আরোপ করে থাকে৷ স্টুডেন্টস থেকে পেশাদার সকলের জন্যই অ্যাপটি যথেষ্ট কার্যকরী৷ এটি ইউজারদের শব্দভাণ্ডারকে বাড়াতে সহায়তা করবে যা ভবিষ্যতে কর্মজীবনে তাদেরকে সাহায্য করবে৷
২) Duolingo- প্রশ্ন উত্তরের মাধ্যমে নতুন কিছু শব্দকে শিখতে সাহায্য করবে অ্যাপটি৷
৩) Memrise- গ্রামারের জ্ঞান, কথোপোকথন, আঞ্চলিক ভাষায় কথা বলার ভঙ্গি সবকিছুই পেয়ে যাবেন একই অ্যাপের মধ্যে৷ নেটিভ স্পীকারের ভিডিও, বিশেষঞ্জদের মতামত সবকিছুই মিলবে এখানে৷
৪) Busuu-১২টি ভাষা একসঙ্গে শেখার সুযোগ পাবেন ইউজাররা এখানে৷ সমস্ত ধরণের লেভেলের কোর্স থাকছে৷ একেবারে প্রাথমিক থেকে হাই লেভেলের কোর্স থাকছে৷
৫) Babbel-এই অ্যাপের অনলাইন কোর্সগুলি আপনার গ্রামার সহ নতুন নতুন স্কিল শিখতে সাহায্য করবে৷ এছাড়া, উচ্চারণ সঠিক করার জন্য বিশেষ অপশন থাকছে এখানে৷ আত্মবিশ্বাসের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, অ্যাপটির মাধ্যমে তার প্রশিক্ষণ বিনামূল্য পাবেন ইচ্ছুক ইউজাররা৷
এ জাতীয় আরও খবর
দাঁতের ব্যথার ঘরোয়া সমাধান
এমপি মনোনয়ন চান চিত্রনায়ক ফারুক
অভাবে ঢাবির মেধাবী ছাত্রের আত্মহত্যা!
আপনার প্রিয় মানুষটি কি মোটা! তা হলে আপনার চরম বিপদ, সতর্ক হোন এখনই
উপটানে রূপচর্চা
‘না খেয়ে থাকতে পারি, কিন্তু যৌনতা ছাড়া নয়’
নতুন রূপে রঙিন পাহাড়
মেয়ের চেয়ে মা কম কিসে, দেখুন ভিডিওটি
ডিজিটাল যুগে কোনও তথ্যই আর গোপন নয়, বলছেন বিশেষজ্ঞরা
গর্ভধারিণী মা ৩ ঘণ্টা গাছের সাথে বেঁধে রাখলেন ৫ বছরের এই শিশুপুত্রকে
ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায় টমেটো