শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনী প্রচারণা থেকে গাজীপুর মহানগর জামায়াত আমির গ্রেফতার

সেরাকণ্ঠ ডট কম :
এপ্রিল ২৭, ২০১৮
news-image

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক সানাউল্লাহ ও মহানগর শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আজাহারসহ জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মীকে আজ শুক্রবার সকালে নির্বাচনী প্রচারণা থেকে আটক করেছে পুলিশ।

গাজীপুর সিটি নির্বাচনে ২০ দলীয় জোট মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের পক্ষে পূবাইল বাদুন এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাচনী সভা থেকে তাদেরকে জেলা পুলিশ গ্রেফতার করে।

অধ্যাপক সানাউল্লাহ গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র হিসেবে মেয়রপদপ্রার্থী ছিলেন। ২০ দলীয় জোটের সিদ্ধান্তে অবশেষে তিনি গত ২৩ এপ্রিল নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেন এবং দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে হাসান সরকারের পক্ষে নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দেন।