শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তোপের মুখে কলকাতা-চেন্নাই ম্যাচ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ হাজার পুলিশ

সেরাকণ্ঠ ডট কম :
এপ্রিল ১১, ২০১৮
news-image

আজ সন্ধ্যায় তামিলনাড়ুতে গড়ানোর কথা এবারের আইপিএলের পঞ্চম ম্যাচ। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে চেন্নাই সুপার কিংস। তবে অশনিসংকেত হয়ে দেখা দিয়েছে কাভেরী নদীর পানির হিস্যা নিয়ে আন্দোলন।

আরও এক দফা আন্দোলনে নেমেছেন তামিলনাড়ুর অধিবাসীরা। প্রাণকেন্দ্র চিপাউক স্টেডিয়ামের চারপাশ। শঙ্কা জেগেছে, এ আন্দোলনের মুখে ম্যাচটি নির্বিঘ্নে হবে তো? ম্যাচটি বাতিল বা স্থগিত করতে চাপ দিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

কাভেরী নদীর পানি নিয়ে কর্নাটক ও তামিলনাড়ুর মধ্যে দ্বন্দ্ব আছে। বারবার বৈঠকে বসেও এ সমস্যার সমাধান আসেনি। এতদিন এ জন্য কর্নাটকীদের দায়ী করে আসছিলেন তামিল বাসিন্দারা। এবার তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন তারা। তাদের দাবি, উদ্ভূত সমস্যা সমাধানে কর্ণপাত করছে না সরকার।

বহুল আলোচিত ও বিতর্কিত এ সমস্যা সমাধানে কেন্দ্র কাভেরী ব্যবস্থাপনা পর্ষদ গঠন না করা পর্যন্ত ম্যাচটি বাতিল বা স্থগিতের দাবি জানিয়েছেন রাজনৈতিক দল ও আন্দোলনকারীরা। দর্শকদের ম্যাচটি বয়কটের আহ্বানও জানিয়েছেন তারা।

তাদের এমন দাবিতে ম্যাচ চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতির উদ্রেক ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এতে নড়েচড়ে বসেছে তামিলনাড়ু প্রশাসন। ম্যাচে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ৪ হাজার পুলিশ মোতায়েন করেছে তারা।