রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাপ্তাহিক পত্রিকা পরিষদের নব নির্বাচিত কার্যকরী কমিটি (২০১৮-২০২০)

সেরাকণ্ঠ ডট কম :
এপ্রিল ১, ২০১৮
news-image

৩১ মার্চ ২০১৮ , ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাপ্তাহিক পত্রিকা পরিষদের ২০১৮-২০২০ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। সভাপতি, ড. গোলাম রহমান ভুইয়া (আইন পক্ষ),  কার্যকরী সভাপতি, মো: মকছুদের রহমান মানিক (আজকের যোগাযোগ) , এবং সাধারন সম্পাদক , এস এম মোরশেদ (অপরাধ বিচিত্রা)  নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি, এম এম গিয়াসউদ্দিন (স্বদেশ খবর) সহ-সভাপতি, মোঃ লুৎফর রহমান (সেরা কন্ঠ) সহ- সভাপতি, ড. সৈয়দ আফজাল বাকের (উদয়ের পথে),  যুগ্ম সম্পাদক, আবু ফাত্তাহ (সত্য সমাচার), যুগ্ম সম্পাদক, মাহবুব আলম আব্বাসী (সামাল), অর্থ বিষয়ক সম্পাদক, খন্দকার গিয়াসউদ্দিন (মোকাবেলা), সাংগঠনিক সম্পাদক, এ্যাড. মাসুম আহাম্মদ (শিকড় সন্ধানে), দপ্তর সম্পাদক, কেএজেএম রফিকউদ্দিন (কাজী রফিক) (সু-সময়), আন্তর্জাতিক ও আইন বিষয়ক সম্পাদক, এ্যাড.নোমানুল হক শহীদ (সভ্যতা), প্রচার ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, মো: সেলিম রেজা (সমকন্ঠ), কল্যাণ ও পূনর্বাসন সম্পাদক মো: হানিফ আলী (অবদান), স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, লায়ন ইব্রাহিম ভূইয়া (যুবশক্তি), সমম্বয়কারী সদস্য, মো: মোশারেফ হোসেন (পল্লীদূত), নির্বাহী সদস্য, মনসুর আহমেদ (সচিত্র ঘটনা)।