মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তালেবানকে অস্ত্র সরবরাহ ও সহায়তা করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

সেরাকণ্ঠ ডট কম :
মার্চ ২৪, ২০১৮
news-image

রাশিয়া আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী তালেবানকে অস্ত্র সরবরাহ ও বিভিন্নভাবে সাহায্য করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন ফোর্সের প্রধান জেন জন নিকলসন। আফগানে সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে রাশিয়ার একাধিক ব্যক্তি জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

নিকলসন বলেন, প্রতিনিয়তই তাজিক সীমান্ত দিয়ে রাশিয়ার তৈরি অস্ত্র চোরাকারবারিদের মাধ্যমে তালেবানের হাতে তুলে দিচ্ছে তারা। যদিও এমন অভিযোগের কথা অস্বীকার করে আসছে রাশিয়া। একইভাবে, সম্প্রতি সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে বিষাক্ত নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ এনে রাশিয়ার দিকে আঙ্গুল তুলেছে যুক্তরাজ্য।