শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রলীগকে দুষ্কর্ম না করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

সেরাকণ্ঠ ডট কম :
মার্চ ২৪, ২০১৮
news-image

ছাত্রলীগ নেতাকর্মীদের দুষ্কর্ম না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘ছাত্রলীগের কোনো নেতাকর্মী বিভ্রান্তিতে ভুগবেন না। দয়া করে কেউ কোনো দুষ্কর্ম করবেন না। কেউ দুষ্কর্ম করলে তাদের যেন বহিষ্কার করা হয়।’

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সোপার্জিত স্বাধীনতা প্রাঙ্গণে ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এই আলোচনা সভার আয়োজক ছিল বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। আগামী নির্বাচনে জনগণ অন্ধকারে যাবে না। এই নির্বাচনে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে। জনগণের কাছে গিয়ে সরকারের উন্নয়নের কথা বলতে হবে। এই দায়িত্ব নিতে হবে ছাত্রলীগকে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যকে অত্যন্ত লজ্জাজনক হিসেবে আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের সময়ে আমরা বিশ্বে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন ও একবার দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। বিএনপি সরকারের অদক্ষতা, অসততা ও দুর্নীতিপরায়ণতার কারণে দেশের দুর্নাম হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার সৎ, যোগ্য ও দক্ষ নেতৃতে দিন দিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছে।’

গত ২২ মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আজকের কর্মসূচি এক বিকৃত তামাশা। গোটা ঢাকা শহরের রাস্তাঘাট অচল হয়ে গেছে। জনজীবন হয়ে গেছে সম্পূর্ণভাবে স্থবির, ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় আটকা পড়ে আছে।’

রিজভীর এই বক্তব্যেরই সমালোচনা করেন স্বরাষ্ট্র মন্ত্রী।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুল হায়দার চোধুরী রোটন প্রমুখ।

অনুষ্ঠানে ঢাবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।