ঢামেক বার্ন ইউনিটে মেহেদী, স্বর্ণা ও এ্যানি
সেরাকণ্ঠ ডট কম :
মার্চ ১৬, ২০১৮
নেপালে বিমান দুর্ঘটনায় আহত আরো ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন – মেহেদী হাসান, তাঁর স্ত্রী সাইদা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদী হাসানের ফুফাতো ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি। তাঁরা কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
শক্রবার বিকেলে তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার বিকেল ৩টা ৩৬ মিনিটে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পৌঁছান তারা। তাঁদের কেবিন ব্লকে নিয়ে যাওয়া হয়।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আলমুন নাহার অ্যানির স্বামী এফএইচ প্রিয়ক ও সন্তান তামারার প্রিয়ক মারা গেছে।
বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন জানিয়েছেন, আহতদের প্রাথমিক পরিচর্যা চলছে। তাঁদের শরীরের কী অবস্থা তা পরে জানানো হবে।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ নিয়ে চারজন এখন ভর্তি আছে বার্ন ইউনিটে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাঠমান্ডু থেকে ঢাকায় নিয়ে আসা হয় আহত শেহরিন আহমেদকে। তিনিও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।