যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে জাতিসংঘে যাচ্ছেন ফিলিস্তিনি নেতা
ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এবং শান্তি প্রক্রিয়া পুনর্গঠনে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহবান জানাবেন। খবর এএফপি’র।
ইসরাইলের মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ফিলিস্তিনি নাগরিকদের ক্ষুব্ধ করেছে। যুক্তরাষ্ট্রের এমন এক তরফা সিদ্ধান্তের প্রশ্নে ফিলিস্তিনিরা ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারি দেশ হিসেবে ওয়াশিংটনের নেতৃত্ব তারা আর মেনে নেবে না।
মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি শান্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সাহসের ঘাটতিসহ আব্বাসের নানা ধরণের কঠোর সমালোচনা করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই উভয়ে নিরাপত্তা পরিষদে মুখোমুখী হতে যাচ্ছেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর জানান, ২০০৯ সালের পর এই প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে যাওয়া আব্বাস ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্রিক সমাধানের লক্ষ্য নিয়ে আগাতে নতুন করে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহবান জানাবেন।