শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে স্বামীর আত্মহত্যা

সেরাকণ্ঠ ডট কম :
ফেব্রুয়ারি ১৬, ২০১৮
news-image

স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে খলিল মিয়া নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে খলিল মিয়া দীর্ঘদিন ধরে নেশা করে আসছিলেন। নেশাগ্রস্ত হয়ে তিনি জামদানি কারিগর স্ত্রী রহিমা বেগমকে মারধর করতেন।

গতকাল বৃহস্পতিবার সকালে রহিমার কাছে নেশার টাকা না পেয়ে অভিমান করে দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।