রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানসহ চারজনের বিচার শুরু
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, তারেক রহমান ছাড়া মামলায় ইটিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, সাংবাদিক মাহাথীর ফারুকী ও কনক সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন এসআই বোরহান উদ্দিন। মামলা নম্বর-১৩(১)১৫। পরে এ ঘটনায় ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা ও কালো’ দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান।
তারেক রহমান তাঁর বক্তব্যে- দেশের বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন, যাতে জনমনে হিংসার উদ্রেক হয়েছে।