নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকির অভিযোগে গ্রেপ্তার ২
সরকারের শল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে সূতা আমদানি করে বিক্রি করার অভিযোগে নারায়ণগঞ্জে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দশ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. জহিরুল ইসলাম ও মো. তুহিন।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের হেফাজত থেকে ১১৩ কার্টুন সুতা জব্দ করা হয়েছে।
বুধবার গভীর রাতে থানাপুকুর পাড় হারুন কমপ্লেক্সের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সদর মডেল থানা পুলিশের এএসআই মো. সামসুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।
পরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযানের নেতৃত্বে থাকা সদর মডেল থানা পুলিশের এসআই পিন্টু সরকার।