নতুন রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন
সেরাকণ্ঠ ডট কম :
অক্টোবর ১৭, ২০১৭
আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব দেন। জাকির হোসেন আগামী ২২ অক্টোবর থেকে দায়িত্ব পালন করবেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুর্টি রেজিস্ট্রার জেমস রিচার্ড ক্রুস এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৪ অক্টোবর রেজিস্ট্রার জেনারেলসহ ১০ প্রশাসনিক কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়।