মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাপানে আন্তর্জাতিক ট্যুরিজম মেলায় বাংলাদেশ

সেরাকণ্ঠ ডট কম :
অক্টোবর ২, ২০১৭
news-image

অনলাইন ডেস্ক:
জাপানের বিখ্যাত শহর ওদাইবার টোকিও বিগ সাইটে অনুষ্ঠিত হয়েছে ট্যুরিজমের ওপর তিন দিনের ফেস্টিভ্যাল। সম্প্রতি তিনদিনের এই ফেস্টিভ্যালে ১৩০টি দেশের সরকারি-বেসরকারি প্রায় এক হাজার ৩১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি সংস্থা অংশ নেয়। বাংলাদেশ বুথের সবচেয়ে আকর্ষণ ছিল জাপানি নারী মায়ে ওয়াতানাবে জাপানি ছেলেমেয়েদের শাড়ি ও পাঞ্জাবি পরিয়ে আনন্দ দেয়া। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভুবন চন্দ্র বিশ্বাস জানান, জাপানিদের মাঝে বাংলাদেশের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলোকে সঠিকভাবে তুলে ধরতে পারলে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা রয়েছে।
এ জন্য টোকিওর বাংলাদেশ দূতাবাসকে উদ্যোগ নিয়ে আরও বেশি ভূমিকা রাখতে হবে। এ সময় বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ হাসান আরিফ, টোয়াবের সহসভাপতি মো. রাফিউজ্জামান, তৌফিক রহমান ও বেঙ্গল ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।