নদীতে গোসলে নেমে ভেসে গেল স্কুলছাত্রী

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোমতী নদীতে গোসল করতে গেলে স্রোতে ভেসে গিয়ে নুরুন নাহার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলা সদর সংলগ্ন গোমতী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত নুরুন নাহার উপজেলার নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং কাদিয়ারভাংগা গ্রামের নজরুল ইসলাম প্রধানের মেয়ে।
এলাকাবাসী জানায়, নুরুন নাহার উপজেলার দোনারচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে বেলা ১২টার দিকে গ্রামের পাশের গোমতী নদীতে নানীর সাথে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় নুরুন নাহার। পরে নদীর প্রায় আড়াই কিলোমিটার দূরে আনারখাল এলাকা থেকে সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।