অস্ট্রেলিয়া দলের টিম বাসে ঢিল:বিসিবির তদন্ত কমিটি
সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেট দল হোটেলে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তি সফরকারী দলের টিম বাসে ঢিল ছোড়ে। এই ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে অজিদের জন্য নিরাপত্তা আরো জোরদার করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি স্বীকার করেছে। একইসঙ্গে ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
সোমবার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে টিম অস্ট্রেলিয়া হোটেলে ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বরাত দিয়ে ক্রিকইনফো এটি নিশ্চিত করেছে। তবে সিএ জানিয়েছে, ঢিলের আঘাতে জানালার একটি কাচ ভেঙে গেলেও কোনো খেলোয়াড় কিংবা কর্মকর্তা আঘাত পাননি।
ঢিল ছোড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠনের উদ্যোগের কথা জানিয়ে বিসিবি এক বিবৃতিতে বলে, ‘অস্ট্রেলিয়ার টিম বাসের কাচ ভেঙে যাওয়ার ঘটনা সম্পর্কে বিসিবি পুরোপুরি অবগত ও সচেতন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং ঘটনার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে বিষয়টির সুষ্ঠু তদন্তের উদ্যোগ ও নিয়েছি।’
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে থাকা সিএ’র নিরাপত্তা প্রধান সিন ক্যারলও জানিয়েছেন, ঢিল ছোড়ার ঘটনা বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। যেমনটা বলছিলেন তিনি, ‘বাংলাদেশ কর্তৃপক্ষ বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং যাতায়াতের পথে নিরাপত্তা আরো জোরদার করেছে। আমাদেরকে দেয়া বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট এবং স্বস্তি অনুভব করছি।’