শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেগম জিয়ার কাছ থেকে নির্বাচনী ফতোয়া নয়: ইনু

সেরাকণ্ঠ ডট কম :
সেপ্টেম্বর ৩, ২০১৭
news-image

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়ার কাছ থেকে নির্বাচনের ফতোয়া নয়, রাজাকার ও খুনীদের বর্জন করবেন কিনা সেটা জানতে চাই।

জাসদ সভাপতি ইনু বেগম জিয়ার উদ্দেশে বলেন, আপনি দেশে ফিরে নির্বাচনী পরিকল্পনা দিন, তবে তার আগে আপনাকে একাত্তরের খুনি, ‘৭৫’র খুনি ও রাজাকারদের সাথে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত দিতে পারবেন কিনা তা জানাতে হবে।

আজ রবিবার সকালে তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, আগুনে মানুষ পোড়ানোর জন্য বেগম খালেদা জিয়ার মাফ চাওয়ার কোন জায়গা নেই। তিনি বিচারের সম্মুখীন হবেন।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। -বাসস