মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিচারকের আসনে নগ্ন হয়ে বসবেন নিকোল স্কেরজিঙ্গার

সেরাকণ্ঠ ডট কম :
সেপ্টেম্বর ৩, ২০১৭
news-image

যেসব তারকারা প্রায়ই খবরের শিরোনামে আসেন তাদের মধ্যে অন্যতম ব্রিটিশ গায়িকা নিকোল স্কেরজিঙ্গার। তবে তিনি এবার শিরোনামে এলেন সম্পূর্ণ ভিন্ন কারণে।

তিনি নাকি নগ্ন হয়ে টেলিভিশনের পর্দায় দেখা দিতে যাচ্ছেন।

আগামী সপ্তাহে ‘দ্য এক্স ফ্যাক্টর’ নামে টেলিভিশন শোতে বিচারকের আসনে বসবেন নিকোল। আর সেই অনুষ্ঠানে তিনি নাকি নগ্ন হয়ে আসবেন।

নিকোলের এই তথ্য সামনে আসার পর শো নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বাড়ছে। নিকোল জানান, ‘জেট স্কিতে নগ্ন হয়ে আসব আমি। ’ লুইস নামে অপর একজন বিচারকও রয়েছেন। তিনিও তার মতো নগ্ন হয়ে আসবেন কিনা তা এখনো জানা যায়নি।