শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আধুনিক সমাজ গড়তে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

সেরাকণ্ঠ ডট কম :
সেপ্টেম্বর ১, ২০১৭
news-image

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আধুনিক সমাজ গড়তে বিচার বিভাগ ও গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সজাগ দৃষ্টি রাখে। যাতে নির্বাহী বিভাগ আইনের ভিতরে থাকে এবং আইন বিভাগ আইনের ভিতরে থাকে।

মিথ্যাচার, অপসংস্কৃতি, অশ্লীলতা গণমাধ্যমের পবিত্রতা ভঙ্গ করে। আজ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাজার এলাকার জেড. এইচ. সিকদার শপিং সেন্টারে ২টি মিনি সিনে কমপ্লেক্স ও রেস্তোরাঁ উদ্বোধন কালে তিনি এসব কথা বলে।
মন্ত্রী আরও বলেন, রাজনীতির মাঠটিকে রাজাকার, জঙ্গি থেকে মুক্ত রাখতে হবে। নির্বাচনের নামে খুনিদের, জঙ্গিবাদের, রাজাকারদের ও তাদের পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়াকে হালাল করার চেষ্টা করবেন না। কোন অজুহাতে কোন খুনি ও তার পৃষ্ঠপোষককে হালাল করা যায় না।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা নিবার্হী অফিসার তানবীর মোহাম্মদ আজিম প্রমুখ।