তৃতীয় সন্তানের বাবা হলেন কিম
আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় সন্তানের বাবা হলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা সোমবার দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতাদের জানিয়েছে, তাদের বিশ্বাস উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি রাই সোল জু গত ফেব্রুয়ারিতে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। গত বছরের ডিসেম্বর থেকে রাই সোল লোকচক্ষুর আড়ালে থাকায় এ ধারণাটি জোরদার হয়।
২০০৯ সালে কিম জং উনের সঙ্গে রাই সোল জুয়ের সঙ্গে বিয়ে হয়। ২০১০ সালে তাদের প্রথম সন্তান জন্ম হয়। ২০১৩ সালে ভূমিষ্ঠ হয় দ্বিতীয় সন্তান।
বাস্কেট বল তারকা ডেনিস রোডম্যানকে উত্তর কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক কূটনৈতিক বলা হয়। গত বছর তিনি জানিয়েছিলেন, উন-জু দম্পতির দ্বিতীয় সন্তানটি কন্যা।