মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩৫০ হজযাত্রীর টাকা নিয়ে উধাও ৭ এজেন্সি

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২৭, ২০১৭
news-image

অন্তত সাড়ে তিনশ হজযাত্রীকে টাকা নিয়েও টিকিট না দিয়ে গা-ঢাকা দিয়েছে ৭টি এজেন্সি। তাদের বিরুদ্ধে থানায় জিডি করেছে হজ অফিস। এদিকে ভিসা পাওয়া প্রায় সব যাত্রীই জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ছেন রাতে। আর নতুন পাওয়া ৮টি স্লটের যাত্রাও শুরু হচ্ছে কাল। দুপুরে এসব কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

আশকোনা ক্যাম্পে এক সপ্তাহ ধরে অপেক্ষমান টাঙ্গাইলের ৯৩ হজযাত্রী। মদিনা এয়ার ইন্টারন্যাশনাল নামে এক এজেন্সিকে প্যাকেজের পুরো টাকা দিয়ে ভিসা পেলেও এখনও পাননি বিমানের টিকেট।

আল বালাদ এজেন্সির বিরুদ্ধেও পাওয়া গেছে একই অভিযোগ।

হজ অফিস জানাচ্ছে অন্তত সাড়ে তিনশ যাত্রীকে ক্যাম্পে রেখে গা-ঢাকা দিয়েছে মদিনা এয়ার আল বালাদসহ সাত এজেন্সি। তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

এদিকে অভিযুক্ত এজেন্সগুলোর আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছে হাব।

আর ভিসা পাওয়াদের জন্য টিকিটের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

পাশাপাশি হজযাত্রায় জটিলতা কমাতে আগামী বছর সরকারি ব্যবস্থাপনার কোটা বৃদ্ধি ও নীতিমালার সংশোধন করা হবে বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রনালয়।