শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকা ছাড়া গতি নাই : প্রধানমন্ত্রী

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২৬, ২০১৭
news-image

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের জন্য বগুড়ার সারিয়াকান্দিতে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের পাশে আছে। আমরা গরীব দুঃখীদের পাশে আছি। আর আপনাদের কাজ শুধু একটাই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা। কারণ নৌকা ছাড়া গতি নাই।

শনিবার বেলা আড়াইটায় বগুড়ায় ত্রাণ বিতরণে এসে প্রধানমন্ত্রী আরো বলেন, যারা নিঃস্ব হয়ে গেছে তাদের প্রত্যেককে আমরা ঘর করে দেবো। রাস্তা ঘাট ঠিক করে দেবো। আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে দেবো। আমরা নদী ভাঙন প্রতিরোধেও ব্যবস্থা নিচ্ছি। জাতির পিতা সর্বদা দুঃখী মানুষের পাশে ছিলো। আমি আর আমার ছোট বোন, আমাদেরও একটাই লক্ষ্য। দেশের মানুষের পাশে থাকা।

এরআগে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের ঈদগাহ মাঠে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে যান প্রধানমন্ত্রী। সেখানে বন্যাকবলিত মানুষের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘জানবেন, সব সময় আপনাদের পাশে আছি।’

শেখ হাসিনা বলেন, ‘আপনাদের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য। সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, মানুষের বিপদে সব সময় আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে।’

বন্যায় যেসব স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। যেসব শিক্ষার্থীর বইখাতা নষ্ট হয়েছে, তাদের আবার নতুন বইখাতা বিতরণ করা হবে বলে তিনি জানান।

শেখ হাসিনা বলেন, বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেগুলো মেরামতের ব্যবস্থা করছেন। শিগগিরই বন্যাকবলিত এলাকায় রাস্তাঘাট ঠিক করা হবে বলে তিনি জানান। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করা হবে বলে জানান তিনি।