শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিচারপতিদের গ্রীষ্মকালীন ছুটির সাথে সরকারের সম্পর্ক নেই :তথ্যমন্ত্রী

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২৫, ২০১৭
news-image

প্রধান বিচারপতিসহ বিচারপতিদের গ্রীষ্মকালীন ছুটির সাথে সরকারের কোনো সম্পর্ক নেই, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন শেষে, ‘প্রধান বিচারপতি শিগগীরই দীর্ঘ ছুটিতে যাবার খবরের সাথে সরকারের কোনো যোগ আছে কিনা’, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘বিচারপতিদের গ্রীষ্মকালীন অবকাশ একটি নিয়মিত বিষয়। সরকারের সাথে এর কোনো সম্পর্ক নেই।’

বংগবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শিশুদের তুলিতে জাতির পিতা ও তার পরিবারের যে ছবি ফুটে উঠছে, তা তাদের ভালোবাসা থেকে উৎসারিত। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট এবং তাদের বড়ছেলে শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘১৬শ সংশোধনী নিয়ে মাননীয় প্রধান বিচারপতিই বিতর্ক সূচনা করেছেন, সরকার নয়। এবং বিতর্ক নিরসনে তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়াবার বিষয়টি ভাবতে পারেন।’

রায়ের বিষয়ে মন্ত্রী গত বৃহস্পতিবারের মন্তব্য পুণর্ব্যক্ত করে বলেন, ‘ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য রায় ও রায়ের পর্যবেক্ষণ পুণর্বিবেচনার আইনী প্রক্রিয়ার গদ্ধতি পর্যবেক্ষণ করছে সরকার।’

চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজক সংগঠন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ দম্পাদক হাসান-উজ-জামান মনি, বরেণ্য শিল্পী সমরজিত রায় ও নিসার হোসেন এসময় উপস্থিতিতে মন্ত্রী শতাধিক শিশুর চিত্রাংকন ঘুরে দেখেন ও বিশেষ শিশুদের হাতে অভিনন্দনপত্র ও মেডেল তুলে দেন।