শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যাদুর্গতদের কাছ থেকে কিস্তি আদায় নয় : এলজিআরডিমন্ত্রী

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২৫, ২০১৭
news-image

বন্যাদুর্গত এলাকার মানুষের কাছ থেকে এনজিওর কিস্তি না নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের ওপর জুলুম চালিয়ে তাদের কাছ থেকে কিস্তি আদায় করবে না। যদি পারেন তাহলে এই বিপদে তাদের পাশে দাঁড়ান।

শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাটে বন্যাকবলিত ২ হাজার ৩৯৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এলজিআরডিমন্ত্রী বলেন, এনজিওগুলো কিস্তি আদায়ে বন্যাদুর্গত মানুষের ওপর কোনো চাপ প্রয়োগ করবেন না। দুর্যোগ কাটিয়ে যখন সামর্থ্য হবে, তখন কিস্তির টাকা পরিশোধ করবেন ঋণগ্রহণকারীরা। তবে কিস্তি প্রদানের সামর্থ্য থাকলে তাদের অবশ্যই তা পরিশোধ করার আহ্বান মন্ত্রী।

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তুহিনূর রহমান মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে এ সময় বক্তব্য দেন, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।