মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

খুলনায় ইউপি চেয়ারম্যানকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২৫, ২০১৭
news-image

খুলনায় নাহিদ হোসেন মোল্লা (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। নাহিদ হোসেন মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা গেছে, নাহিদ মোল্লা বৃহস্পতিবার রাতে খুলনা ও নড়াইলের সীমান্তবর্তী দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজার সংলগ্ন বাড়ির দোতলায় জানালা খুলে ঘুমিয়েছিলেন। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা জানালার ফাঁক দিয়ে তাকে গুলি করে। গুলি তার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাহিদ মোল্লা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক বছর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছিলেন।

স্থানীয়রা ধারণা করছেন, এলাকায় প্রভাব বিস্তার ও রাজনৈতিক বিরোধের জের ধরে ইউপি চেয়ারম্যান নাহিদ মোল্লাকে হত্যা করা হয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, হত্যার কারণ উদঘাটন ও হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।