শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ষড়যন্ত্রকারীরা বসে নেই: নৌমন্ত্রী

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ১৫, ২০১৭
news-image

ষড়যন্ত্রকারীরা বসে নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ‘আগস্ট মাস এলেই তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র বাড়তে থাকে। আজও ঢাকায় ষড়যন্ত্র হয়েছিল। আইন-শৃংখলা বাহিনী সে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।’

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বিআইডব্লিউটিএ ভবনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় আয়োজন করে।

শাহজাহান খান বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে মনে প্রাণে ধারন করে তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

নৌমন্ত্রী বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে বিএনপি নতুন ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। বিএনপি সরকারের উন্নয়ন দেখতে পায়না, তারা দেশকে অস্থিতিশীল করে অর্থনৈতিকভাবে পর্যুদস্ত করতে চায়। কিন্তু তাদের কোনও ষড়যন্ত্রই সফল হবেনা।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। কিন্তু স্বাধীনতাবিরোধী গোষ্ঠী সে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি-জামাতসহ স্বাধীনতাবিরোধী চক্রের অপতৎপরতা সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।’

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. প্রকৌশলী ঞ্জান রঞ্জন শীল, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্ত্তী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জাহাঙ্গীর আলম, বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল এবং বিআইডব্লিউটিএ’র সিবিএ’র সভাপতি আবুল হোসেন প্রমুখ।