মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি ভিসা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯২৪ হজযাত্রী

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ১৫, ২০১৭
news-image

হজের জন্য এ বছর ১ লাখ ১৮ হাজার ৯২৪ জনকে ভিসা দিয়েছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। আর কোনও ভিসা আবেদন প্রক্রিয়াধীন নেই বলে নিশ্চিত করেছেন তারা। মঙ্গলবার (১৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৌদি কর্তৃপক্ষের সঙ্গে হজগমনে ইচ্ছুকদের ভিসা নিশ্চিতকরণে নিবিড়ভাবে কাজ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছেন, সোমবার (১৪ আগস্ট) পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৯২৪ জনকে সৌদি ভিসা দেওয়া হয়েছে।

যারা হজে যেতে ভিসার জন্য আবেদন করেছেন তাদের কাউকে নিরাশ করা হয়নি বলেও জানা গেছে মন্ত্রণালয় সূত্রে। তাদেরকে সৌদি দূতাবাস জানিয়েছে, আর কোনও ভিসা আবেদন বাকি নেই। জমাকৃত সব আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।